::নিজস্ব প্রতিবেদক:: জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের ইচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল-২ আসন থেকে নির্বাচন করতে চান মাশরাফী।
অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে দুপুর পৌনে ২টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে কাঙ্ক্ষিত ফরম নেন মাশরাফী। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন নড়াইল এক্সপ্রেস।
নিজ জেলা, জন্মভূমি নড়াইল-২ আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ মাশরাফীর। মাঠের মত রাজনীতিতেও সামনে থেকে নেতৃত্ব দিতে চান। তবে সংবাদ মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মাশরাফী।
মাশরাফীকে জাতীয় আইকন দাবি করে তার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।
এদিকে সাকিব আল হাসানের মনোনয়ন ফরম সংগ্রহের কথা থাকলেও নিজের অবস্থান থেকে সরে এসেছেন টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক। প্রধানমন্ত্রীর পরামর্শে আপাতত ক্রিকেট নিয়েই থাকতে চান দেশসেরা অলরাউন্ডার।