নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন। রবিবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এসময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হুইপ মো. শাহাব উদ্দিন গত ৯ নভেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।