মৌলভীবাজার : দেশে মহামারী করোনাভাইরাস প্রতিরোধে ব্যবসা-প্রতিষ্ঠান, দোকান-পাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। এর প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত কর্মহীন-দিনমজুর মানুষ। এ অবস্থায় কর্মহীন মানুষদের পাশে সরকারের পাশপাশি খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসে মৌলভীবাজার গুলবাগ যুব সমাজ।
বুধবার (১এপ্রিল) দুপুরে গুলবাগ যুব সমাজ এর উদ্রোগে মৌলভীবাজারের বেড়িরচড় ও তার আশপাশের কর্মহীন হয়ে পড়া ৪৫০ দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু , তৈল ও সাবান বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয় ।
বেড়িরচড় এলাকায় খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান ও মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব।
এসময় গুলবাগ যুব সমাজের কর্মীরা বলেন, করোনা ভাইরাসের প্রভাবে দিনমজুর ও খেটে খাওয়া এবং নিম্ন- মধ্যবিত্ত পরিবারগুলো সব থেকে বেশি অসহায় হয়ে পড়েছেন। দেশের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।
: MB TV মৌলভীবাজার :