:: ডেস্ক রিপোর্ট.MB TV :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে শুক্রবার (২৬ এপ্রিল) সারাদেশের মসজিদে জুমার নামাজের খুতবায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বয়ান করা হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম খুৎবায় বলেন, যারা ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, মূলত তাদের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। ইসলামের নাম ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে,তাদের প্রতিহত করতে হবে। শুধু নিজের পরিবার নয়, সমাজের মধ্যেও সচেতনতা সৃষ্টি করতে হবে। খুৎবায় জঙ্গিবাদ, মৌলবাদ ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর রুহের মাগফিরাত এবং শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। একইসঙ্গে শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সসহ শ্রীলঙ্কার হামলায় আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়।