কুলাউড়া প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া সড়কের পুসাইনগর এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা এক শিশু ও নারী ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে কুলাউড়ার পুসাইনগর এলাকায় বালু ভর্তি মিনি ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে স্বর্ণালী পাল নামের এক শিশু মারা যায়। সে কমলগঞ্জের শমসের নগর এলাকার নিতাই পালের মেয়ে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে কুলাউড়ার মাগুরার বাসিন্দা নার্গিস আক্তার শামিমা (৪০) নামের আরেক নারী মারা যান। পরে গুরুত্বর আহত অটোরিকশা চালক ও যাত্রী সহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন নিহত স্বর্ণালী পালের বাবা নিতাই পাল (৪০), মা ঝুমা পাল (৩৫), কুলাউড়া শহরের জয়পাশার রেনু মালাকার (৪০), জুড়ী উপজেলার আলী হোসেন (২০) ও সিএনজি অটোরিক্সা চালক মোঃ শাকিল (২০)।